ফের ইনজুরিতে নেইমার
ফের চিরচেনা ইনজুরিরতে পড়লেন পিএসজির হয়ে খেলা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র।
রোববার লিগ ওয়ানের ম্যাচে লিলির বিপক্ষে মাঠে নামে পিএসজি। খেলায় প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা পিএসজি দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ভয়াবহ চোটে পড়েছেন নেইমার। গোড়ালিতে মোচর খেয়ে মাঠ ছেড়তে হয়েছে তাকে।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৬ মিনিট পর লিলির ফুটবলারের ভয়াবহ ফাউলের স্বীকার হন নেইমারের। মাঠে লুটিয়ে পড়েন ব্রাজিলিয়ান তারকা। তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মাঠ থেকে স্ট্রেচারে করে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় নেইমারকে।