রাশফোর্ডের জোড়া গোলে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কোস রাশফোর্ডের জোড়া গোলে ৩-০ গোলের বড় জয় পেয়েছে রেড ডেভিলসরা।
খেলা শুরু ২৫ মিনিটে প্রথম গোল করেন ইংলিশ স্ট্রাইকার। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দুর্দান্ত ছন্দে থাকা দলকে ২-০ গোলে এগিয়ে নেন তিনি। বদলি নেমে ৬১ মিনিটে দলকে ৩-০ গোলের লিড এনে দেন জাদন সানকো।
চলতি মৌসুমে ২৪ ম্যাচে ১৪ গোলের মালিক হলেন রাশফোর্ডের, সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচ খেলে করেছেন ২৪টি গোল। এর মধ্যে ইপিএলে সর্বশেষ ১০ ম্যাচে ১০ গোল করেছেন রাশফোর্ড। আর ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ১৭ গোল করেছেন তিনি। ২০১১-১২ সালে ওয়েইন রুনির ১৯ গোলের পর ঘরের মাঠে ইউনাইটেডের আর কোনো ফুটবলার এত গোলের দেখা পাননি।