আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ফেসবুক-ইনস্টাগ্রামে ‘ব্লু’ ব্যাজ পেতে কত টাকা লাগবে

মেটা এবার ‘ব্লু’ ব্যাজের জন্য প্রিমিয়াম পরিষেবা শুরু করতে চলেছে। যে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ব্যবহারকারীরা সেই পরিষেবার জন্য টাকা দেবেন, তাদের ‘ব্লু’ ব্যাজ প্রদান করা হবে। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সেই পরিষেবা চালু করবে এই প্রতিষ্ঠানটি।

মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েবের ক্ষেত্রে প্রতি মাসে সাবস্ক্রিপশন ফি বাবদ ১১.৯৯ ডলার যা বাংলাদেশি মুদ্রায় (১২৬৩ টাকা) নেওয়া হবে। iOS প্ল্যাটফর্মের ক্ষেত্রে তা পড়বে ১৪.৯৯ ডলার যা বাংলাদেশি মুদ্রায় (১৫৭৯ টাকা)।

গেলো রোববার মেটার তরফে জানানো হয়েছে, আপাতত একটি মাসিক সাবস্ক্রিপশন পরিষেবা পরীক্ষা করে দেখা হচ্ছে। যে পরিষেবার নাম দেওয়া হয়েছে 'Meta Verified'। সেই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা সরকারি পরিচয়পত্র দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন ব্যবহারকারীরা। তাদের 'ব্লু' ব্যাজ প্রদান করা হবে।

সাবস্ক্রিপশনের ফলে কী কী বাড়তি সুবিধা মিলবে?

মেটার তরফে জানানো হয়েছে, যারা ‘ব্লু’ব্যাজের জন্য টাকা দেবেন, তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল সরকারি পরিচয়পত্র দিয়ে যাচাই করা হবে। ইনস্টাগ্রাম ও ফেসবুকের সেই সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ব্যবহারকারীরা বাড়তি সুরক্ষা পাবেন। অর্থাৎ যারা সাবস্ক্রিপশন করবেন, তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম প্রোফাইল বাড়তি সুরক্ষিত থাকবে।

বিষয়টি নিয়ে মেটার সিইও মার্ক জুকারবার্গ বলেছেন, মেটা ভেরিফায়েডের মাধ্যমে 'সরকারি পরিচয়পত্রের ভিত্তিতে আপনার অ্যাকাউন্ট যাচাই করা হবে; ব্লু ব্যাজ পাবেন; আপনার পরিচয় ব্যবহারকারী অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে আপনাকে অতিরিক্ত সুরক্ষা প্রদান করবে এবং সরাসরি কাস্টমার সার্ভিসের সুবিধা দেওয়া হবে।

তিনি আরও বলেন, এই নতুন ফিচারের মাধ্যমে আমাদের পরিষেবার সত্যতা এবং সুরক্ষা বাড়ানো হচ্ছে।

মেটার পক্ষে জানানো হয়েছে, যে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্ট ইতিমধ্যে ভেরিফায়েড আছে, সেগুলির ক্ষেত্রে কোনও পরিবর্তন হবে না। যারা ১৮ বছরের ঊর্ধ্বে, তারাই শুধুমাত্র এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। আপাতত 'বিজনেস' প্রোফাইলের ক্ষেত্রে সেই সাবস্ক্রিপশন পরিষেবা চালু করা হবে। আপাতত শুধুমাত্র অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে সেই সাবস্ক্রিপশন পরিষেবা মিলবে বলে জানিয়েছে মেটা।

এ সম্পর্কিত আরও পড়ুন