দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ আসছে পাকিস্তান
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশের আসবে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। কিছুদিন আগে পাকিস্তানে গিয়ে একটি সিরিজ খেলে এসেছে টাইগার যুবারা। এবার এপ্রিলে দেশের মাটিতে অনুষ্ঠিত হবে ফিরতি সিরিজ।
বিসিবি সূত্রে জানা যায় গেছে একটি চারদিনের টেস্ট, পাঁচটি ওয়ান্ডে ও একটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে এ সিরিজে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আয়োজনে আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলার খেলবে সাকিব-তামিমদের উত্তরসূরিরা। সিরিজের তৃতীয় দল হিসেবে থাকবে শ্রীলঙ্ক।
২০২৪ সালে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স পাওয়া যায়নি টাইগার যুবাদের কাছ থেকে। তাই এবারের অনূর্ধ্ব-১৯ দলটিকে তাই একটু পরিকল্পিতভাবে গড়ে তোলার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।