যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত করলেন পুতিন
জো বাইডেনের ইউক্রেন সফরের পর বড় ধরনের প্রতিক্রিয়া দেখালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় অস্ত্র সীমিতকরণ চুক্তিতে অংশগ্রহণ স্থগিত রাখার কথা জানান তিনি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রুশ পার্লামেন্টে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে ইউক্রেনে যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরেন পুতিন। এ সময় তীব্র ভাষায় পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন।
সংঘাতের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করে পুতিন বলেন, ইউক্রেনকে তারা ‘রুশ-বিরোধী’ দেশে পরিণত করতে চাইছে।
এ সময় পরমাণু চুক্তি স্থগিতের ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ‘নিউ স্টার্ট’ নামের এই চুক্তিটিই একমাত্র পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তি, যা এখন বহাল আছে। ২০২১ সালে এটির মেয়াদ ৫ বছরের জন্য বাড়ানো হয়েছিল।
দুই বছরের মধ্যে এই প্রথম পুতিন কোনো স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিলেন। ইউক্রেন যুদ্ধের জন্য তার এই ভাষণের সময় বার বার পেছানো হয়।
ধাপে ধাপে ইউক্রেনে অভিযান চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন পুতিন। একে ঐতিহাসিক রুশ ভূখণ্ডের মানুষকে রক্ষার মিশন বলে বর্ণনা করেন।
তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের সংঘাত শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছে।
তিনি আরও বলেন, শান্তির ব্যাপারে পশ্চিমাদের যে অঙ্গীকার, তা আসলে এক ধরনের প্রতারণা।