মার্চ-এপ্রিলে উৎপাদন শুরু করবে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র
প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গ্যাস টারবাইন মেরামত করে চলতি বছরের মার্চ-এপ্রিলে আবার উৎপাদনে আসছে চট্টগ্রামের শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট।
আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা হয়। পরে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
পাওয়ার প্ল্যান্টটি উৎপাদনে ফেরাতে ৯১ কোটি ৮৫ লাখ ৫১ হাজার ৪৮৯ টাকার যন্ত্রপাতি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকার জে অ্যান্ড সি ইমপেক্সের কাছ থেকে এ যন্ত্রপাতি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সাঈদ মাহবুব খান বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকার জে অ্যান্ড সি ইমপেক্সের কাছ থেকে চট্টগ্রামের শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের গ্যাস টারবাইন অংশের সংশ্লিষ্ট যন্ত্রাংশ সংগ্রহ, স্থাপন ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সেবা নেবে। এ জন্য ব্যয় হবে ৯১ কোটি ৮৫ হাজার ৪৮৯ টাকা।