বাংলাদেশে ফিরে আসার জন্য সবসময় আগ্রহ ছিল: হাথুরুসিংহে
দ্বিতীয় দফায় টাইগারদের দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গত সোমবার রাতে ঢাকায় আসলেও আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো গণমাধ্যমের সঙ্গে কথা বললেন তিনি।
মিরপুরে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে হাথুরু বললেন দ্বিতীয় দফায় বাংলাদেশে ফেরার জন্য সবসময় আগ্রহ ছিল তাঁর। প্রথম মেয়াদে টাইগারদের যখন দায়িত্ব নিয়েছিলেন তখন সেটি ছিল তাঁর প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট। তাই বাংলাদেশের প্রতি একটা সফট কর্নার ছিল।
হাথুরু বলেন, ' দায়িত্ব ছেড়ে দেয়ার পর থেকেই বাংলাদেশ ক্রিকেটকে অনুসরণ করছি। মাঝে মাঝে খেলোয়াড় ও কমকর্তাদের সঙ্গে যোগাযোগও ছিল। বাংলাদেশের জন্য আমার সবসময়ই সফট কর্নার আছে। কারণ এটা আমার প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট ছিল। এখানে ফিরে আসার আগ্রহ ছিল সবসময়ই।’
উল্লেখ্য, এর আগে প্রথম মেয়াদে ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাকিব-তামিমদের দায়িত্বে ছিলেন হাথুরু। দ্বিতীয় দফায় নতুন দুই বছরের চুক্তি করেছেন তিনি। তিন ফরম্যাটেই পালন করবেন প্রধান কোচের দায়িত্ব।