বিশ্বের সবচেয়ে নির্ণায়ক খেলোয়াড় ভিনিসিউস!
রিয়েল মাদ্রিদের হয়ে দারুণ ফুটবল উপহার দিচ্ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। গেল বছরের চ্যাম্পিয়স লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে তাঁর গোলেই রিয়েল মাদ্রিদ নিজেদের ঘরে তোলে নিজেদের ১৪ তম শিরোপা। রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে সেই লিভারপুলকে পেয়ে রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠলেন ভিনি। দুই গোল হজম করে কোণঠাসা রিয়াল মাদ্রিদকে একের পর এক গতিময় আক্রমণ উপহার দিয়ে প্রতিপক্ষের রক্ষণ ছিন্নভিন্ন করার মাঝে করেন জোড়া গোল।
আর তাই কোচ কার্লো আনচেলত্তি প্রশংসায় ভাসালেন এই ফরোয়ার্ডকে। অলরেডদের মাঠ অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ৫-২ গোলের বড় জয় পেয়েছে মাদ্রিদ।
দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডেকে উদ্দেশ্য করে আনচেলত্তি বলেন, “আমি মনে করি সে (ভিনিসিয়াস) এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে নির্ণায়ক খেলোয়াড়। তার মতো কেউ নেই। তিনি আজ রাতে আমাদের জন্য অবিশ্বাস্য হয়ে উঠেছেন।"
গত মৌসুমে ২০ টি অ্যাসিস্ট সহ ২২টি গোল করেছেন ভিনিসিয়াস। চলতি মৌসুমে ইতোমধ্যেই সব প্রতিযোগিতা মিলে করেছেন ১৮টি গোল। জানুয়ারিতে ক্লাব বিশ্বকাপে নির্বাচিত হয়েছিলেন সেরা খেলোয়াড়, যা রিয়ালকে রেকর্ড পঞ্চম শিরোপা নিশ্চিত করতে সাহায্য করে।