আর্কাইভ থেকে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নিবন্ধন শুরু

দক্ষিণ কোরিয়ায় সরকারিভাবে বাংলাদেশি কর্মী নিয়োগে অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের আওতায় কোরিয়ানভাষা পারদর্শী বাংলাদেশিদের কর্মীদের নেয়া হবে।

আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধনের আবেদন করা যাবে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

বোয়েসেল জানায়, যারা ২০২০ এবং ২০২২ সালে লটারি পেয়ে পরীক্ষা দিয়ে পাশ করতে পারেননি তারাও এবার অংশগ্রহণ করতে পারবেন। এ ছাড়া যারা কোরিয়ান ভাষা শিখেছেন তারাও আবেদন করতে পারবেন। লটারি বা ভাষা পারদর্শী পরীক্ষা দিয়ে কেউ অনুত্তীর্ণ হয়ে থাকলে তিনিও আবেদন করতে পারবেন।

প্রতিবছর সরকারিভাবে হাজার হাজার বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত শেষ নাগাদ প্রায় ৫ হাজার ২০০ জন বাংলাদেশি কর্মী দেশটিতে গিয়েছেন। চলতি বছর প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কর্মী দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া অতিরিক্ত আরও ৫ হাজার কর্মীকে কৃষি ভিসায় পাঠাতে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন।

এ সম্পর্কিত আরও পড়ুন