আর্কাইভ থেকে বাংলাদেশ

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ১০১টি থানার নতুন ভবন নির্মাণ করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করবে পুলিশ। নির্বাচনকালে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে থাকবে। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের মুলাদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পলাতক জঙ্গিদের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে জঙ্গি লুকিয়ে রয়েছে। পুলিশ ও গোয়েন্দা বাহিনী দক্ষতার সঙ্গে কাজ করছে। জঙ্গিরা সবাই পুলিশের আওতায় চলে আসবে।

তিনি আরও বলন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারাদেশে ১০১টি থানার নতুন ভবন নির্মাণ করা হয়েছে। যেসব থানায় মহিলা ও শিশুসহ সবধরনের মানুষের সেবার জন্য ব্যবস্থা থাকবে।

প্রসঙ্গত, এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো ছাদেকুল আরেফিন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার আমীন উল আহসান, ডিআইজি এসএম আক্তারুজ্জামানসহ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন