আর্কাইভ থেকে ফুটবল

ম্যাচের ৩ ঘন্টা আগে কোচ ছাঁটাই করলো শেখ জামাল

লিগের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরুর মাত্র ৩ ঘন্টা আগে কোচ শফিকুল ইসলাম মানিককে ছাঁটাই করলো শেখ জামাল। টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের বিপক্ষে খেলতে নামার আগে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন দেশের অন্যতম সেরা এই ফুটবল কোচ।
 
জানা গেছে, আজ ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছিলেন শেখ জামালের খেলোয়াড়েরা। কোচ শফিকুল ইসলামও ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছিলেন। এই অবস্থায় আচমকা ক্লাব থেকে তাঁকে বিদায়ের চিঠি পাঠানো হয়েছে। হুট করে পাওয়া এমন চিঠিতে অবাক ও বিস্মিত হয়েছেন কোচ নিজেও। 

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় শফিকুল ইসলাম বলেন, 'আমি খুব বিস্মিত এ সিদ্ধান্তে। আমার অধীনে শেখ জামালের ফলাফল বেশ ভালো। তবু কেন আমাকে ছাঁটাই করা হয়েছে, জানি না। আমি এ ব্যাপারে পরে কথা বলব।'
 
১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। অন্যদিকে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে আছে আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের তুলনায় মাঝারি মানের দল নিয়েই দুইয়ে রয়েছে শেখ জামাল। 

তবে গত ৬ আগস্ট আবাহনীর বিপক্ষে শেখ জামাল ২-২ গোলে ড্র করার কারণে এমন সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা শফিকুলের। তিনি বলেন, ‘আমার ধারণা, এ ম্যাচের ফল তারা মেনে নিতে পারেনি, এ কারণেই আমাকে ছাঁটাই করা হয়েছে। আমি আপনাদের পরে এ ব্যাপারে জানাব। আপাতত আমি বিস্মিত এবং মর্মাহত।’

নিজের প্রতিক্রিয়া জানিয়ে মঙ্গলবার বিকেলে কথা বলবেন বলে জানিয়েছেন শফিকুল। তিনি বলেন, 'আমি এ বিষয়ে বিস্তারিত বলব মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সেখানেই আমার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাবেন। তবে এতটুকু বলব-বাসা থেকে মাঠে রওনা দিতেই ফোন পেয়ে বিস্মিত হয়েছি। ক্লাব থেকে একজন কর্মকর্তা ফোন করে জানাল, মাঠে যেতে হবে না।'

২০১৯ সালে নাইজেরিয়ান কোচ জোসেফ আপুসিকে মাঝপথে বিদায় দেওয়া হলে দায়িত্ব পান শফিকুল ইসলাম। জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার অবনমনের পথে থাকা শেখ জামালের দায়িত্ব নিয়ে মৌসুম শেষ করান ৬ নম্বরে থেকে। আর এবার দলকে তুলে এনেছেন ২ নম্বরে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন