আর্কাইভ থেকে করোনা ভাইরাস

দেশে করোনায় মৃত্যু-শনাক্ত ফের বাড়ল

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মারা গেছেন আরও ২৪৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৯৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১১ হাজার ৪৬৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৬৫ হাজার ১৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৭ হাজার ২০৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৪ দশমিক ২৮ শতাংশ।

সোমবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৪১২ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ১৯ হাজার ৮৫৯ জন। 

এর আগে গত ৫ আগস্ট দেশে করোনায় একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয় । এছাড়া শনিবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৬১ জন। যা দেশে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ছিল। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

মুনিয়া

 

এ সম্পর্কিত আরও পড়ুন