আর্কাইভ থেকে খেলাধুলা

ব্রাজিলে খেলায় হার নিয়ে হাসাহাসি, ৭ জনকে গুলি করে হত্যা!

বাজিতে পুল খেলায় হার নিয়ে হাসাহাসি করায় গাড়ি থেকে বন্দুক বের করে এনে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালান। নৃশংস ওই ঘটনায় ১২ বছরের এক মেয়েসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ব্রাজিলের মাতো গ্রোসো প্রদেশের সিনপ শহরে।

নিউ ইয়র্ক পোস্ট অনুসারে এক ব্যক্তি বাজিতে পুল খেলতে গিয়ে পর পর দুইবার হেরে যায়। তারপর গাড়ি থেকে বন্দুক বের করে এনে এলোপাতাড়ি গুলি শুরু করেন। ওই পুল হলে থাকা সিসিটিভি ক্যামেরায় ঘটনাটি ধরা পড়েছে। যা ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, পুল হলের টেবিলের চারপাশে কয়েকজন লোক বসে ও দাঁড়িয়ে আছে। এসময় এক ব্যক্তি সবাইকে এক জায়গায় করেন। সামনে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে বন্দুক বের করে নিয়ে আসেন আরেকজন। তারপর সিরিয়াল কিলারদের মতো শুরু করেন এলোপাতাড়ি গুলি।

জানা যায়, অভিযুক্ত দুই ব্যক্তি হলেন এডগার রিকার্ডো অলিভিয়েরা এবং এজেকুইয়াস সুজা বিবেইরো। সে দেশের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অলিভিয়েরা একটি পুল গেমে হেরে যান। সেই গেমের জন্য চার হাজার রিয়াস (ব্রাজিলের মুদ্রা) বাজি ধরেছিলেন। ফের তিনি বাজি ধরেন এবং হেরে যান। তখন বাকিরা বিষয়টি নিয়ে হাসাহাসি শুরু করেছিলেন। এরপর অলিভেইরা পুলের মালিক এবং অন্যান্য ব্যক্তিদের উপর গুলি শুরু করেন। তাদের মধ্যে ছয়জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন প্রথমে বেঁচে গেলেও পরে হাসপাতালে মারা যান।

পুলিশ জানায়, বন্দুকধারী দুই ব্যক্তি এখনও পলাতক রয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন