ভারতকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে ৫ রানে হারিয়ে ফাইনালের পা রেখছে গতবারের চ্যাম্পিয়ন শক্তিশালী অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭২ রান করে অস্ট্রেলিয়ার নারীরা। জবাবে ১৬৭ রানের বেশি তুলতে ব্যর্থ হয় ভারতের নারীরা।
বৃহস্পতিবার কেপ টাউনে ১৭৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জয়ের কাছাকাছি চলে যায় ভারত। ৩৩ বলে তাদের প্রয়োজন ছিল মাত্র ৪০ রান, হাতে ছিল ৬ উইকেট। কিন্তু ভাগ্য সহায় ছিল না, এই রানটাই আর নিতে পারল না হারমানপ্রীত করের দল।
অজিদের পক্ষে সর্বোচ্চ রান করেন বেথ মুনি। ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া অধিনায়ক মেগ ল্যানিং ৩৪ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে ভারতের পক্ষে রদ্রিগেজ করেন সর্বোচ্চ ২৪ বলে ৪৩ রান।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে জয়ী দল আগামী ২৬ ফেব্রুয়ারি কেপ টাউন অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।