জাতিসংঘে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে ভোট, বিরত বাংলাদেশ
ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে নিউইয়র্কে জাতিসংঘের বিশেষ বৈঠক বসেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ সভার আয়োজন। নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে বিশেষ ভোটাভুটি হয়েছে। বাংলাদেশ এতে ভোট দেওয়া থেকে বিরত ছিল। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ডয়চে ভেলে।
ডয়চে ভেলের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটে অংশ নেয়নি। এ ভোটের প্রস্তাব এনেছিল জার্মানি।
প্রস্তাবে বলা হয়, জাতিসংঘের চার্টার মেনে ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হোক। ১৪১ টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় আর সাতটি দেশ বিপক্ষে ভোট দেয়।
প্রসঙ্গত, গেলো বছর (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে প্রথম আক্রমণ চালিয়েছিল রাশিয়া। তার ঠিক এক বছর পর জাতিসংঘে এই প্রস্তাব নিয়ে ভোটাভুটি হলো।
এর আগে গেলো বছরের নভেম্বরে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবেও রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত ছিল বাংলাদেশ। নভেম্বরের ওই প্রস্তাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য এবং ইউক্রেনে আক্রমণের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য প্রত্যাবাসন ও প্রতিকার ব্যবস্থা তৈরির জন্য রাশিয়াকে জবাবদিহি করার আহ্বান জানানো হয়।
তবে তার আগের মাস অক্টোবরে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছিল বাংলাদেশ। তবে ভারত ও চীনসহ ৩৫টি দেশ ভোটদানে বিরত ছিল।
সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান, সমস্ত বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, জাতিসংঘ সনদ এবং অন্যান্য মৌলিক নীতি বিবেচনায় নিন্দা প্রস্তাবের পক্ষে ওই ভোট দিয়েছিল বাংলাদেশ।