সমর্থকদের টানে আর্জেন্টাইন রানার দম্পতি বাংলাদেশে
আর্জেন্টিনার বিখ্যাত রানার গুবিয়া সেবাস্তিয়ান আর তাঁর স্ত্রী চেলি ক্যারোলিনা বাংলাদেশে এসেছেন। বাংলাদেশের বিভিন্ন রানিং কমিউনিটির রানার, সমর্থকদের সাথে পরিচিত হতে তাঁর এই ভ্রমণ।
আর্জেন্টাইন ক্লাব জিমনেসিয়া লা প্লাতার একজন পাড় সমর্থক এই আর্জেন্টাইন। বাংলাদেশে এসে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে আর্জেন্টিনায় প্রীতি ম্যাচ খেলারও প্রস্তাব দিয়েছেন তিনি। ক্লাবটির টিম লিডার নাবিল খান এ তথ্য নিশ্চিতও করেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-আর্জেন্টিনা ফ্রেন্ডশিপ রানেও অংশ নিয়েছেন এই আর্জেন্টাইন। ঘুরেছেন বাংলাদেশের পার্বত্য অঞ্চলেও। বাংলাদেশি অ্যাথলেট তাম্মাত বিল খোয়ার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাম্মাত উল্লেখ করেছেন সেবাস্তিয়ান সহ তিনি চট্টগ্রামে ছোট ছোট কিছু জায়গা ভ্রমণ করেছেন।