আর্কাইভ থেকে আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় ৫ বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।

আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানী কেপটাউনে স্থানীয় সময় সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রবাসী বাংলাদেশিদের সূত্রে জানা যায়, বাংলাদেশি কয়েকজন জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাচ্ছিলেন। জোহানেসবার্গ থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের বুফুল স্থানে পৌঁছালে দুর্ঘটনায় পতিত হন তারা। এতে ঘটনাস্থলেই পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়।

তাদের সঙ্গে থাকা আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন