বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু
বরিশালে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- নগরের ভাটিখানা সেকশন রোড এলাকার বাসিন্দা ও ছাত্রলীগ নেতা আহমেদ হোসেন রুবেল (৩০) এবং কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মো. উজ্জল মাতুব্বর (৩৫)।
মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, সোমবার রাত ১টার দিকে মোটরসাইকেলে করে যাওয়ার পথে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাত ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ওই দুই যুবক। তাৎক্ষণিক তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুনিয়া