বড়শিতে আটক ৬৫ কেজির ভোল মাছ
কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে আবদুর রশিদ নামের এক ব্যক্তির শখের বড়শিতে ধরা পড়েছে ৬৫ কেজি ওজনের একটি ভোল মাছ। সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাছটি কেজি প্রতি ১ হাজার টাকা করে বিক্রি করে দেয়া হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টায় সেন্টমার্টিন দ্বীপের ডেইলপাড়া পাথুরে সৈকত সংলগ্ন সমুদ্রে জনৈক আবদুর রশীদের বড়শিতে মাছটি উঠে আসে।
আবদুর রশিদ বলেন, শখের বসে দ্বীপের উত্তর-পূর্ব প্রান্তে ডেইলপাড়া পাথুরে সৈকত সংলগ্ন সমুদ্রের অগভীর পানিতে বড়শি পেতেছিলেন তিনি। এ সময় সুতায় টান পড়লে বড়শি গুটিয়ে তীরে টেনে নিয়ে এলে বিশালাকায় ভোল মাছটি উঠে আসে। পরে স্থানীয় বাজারে এক ব্যবসায়ীর কাছে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।
তিনি আরও বলেন, সংরক্ষণের ব্যবস্থা না থাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার টাকা করে বিক্রি করে দিয়েছেন বলে জানতে পেরেছি।
এমএম/