দেশজুড়ে

সাড়ে ৯ ঘণ্টা ৩০ ফুট গর্তে আটকে আছে দুই বছরের শিশু

এখনও উদ্ধার হয়নি ৩০ ফিট গভীরে আটকে যাওয়া শিশু সাজিদ

রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের ৩০ ফিট গভীরে পড়ে আটকে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা যায়নি। তাকে জীবিত উদ্ধারে তৎপর রয়েছে ফায়ার সার্ভিসের একটি দল। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি গর্তে পড়ে যায় সাজিদ।

তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রউফ জানান, শিশুটি উদ্ধারের জন্য তারা দুপুর থেকে চেষ্টা করছেন।  আল্লাহ সহায় হলে তাকে জীবিত উদ্ধার করা যাবে।

তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ২০ ফিট গর্ত করতে পেরেছি। শিশুটিকে বাঁচিয়ে রাখার জন্য উপর থেকে অক্সিজেন দেয়া হচ্ছে। আমরা নিশ্চিত শিশুটি বেঁচে আছে। তাকে জীবিত উদ্ধার করতে পারবো।

 

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, আমরা চেষ্টা করছি শিশুটি জীবিত উদ্ধারের। শিশুটি উদ্ধার করে মায়ের কোলে ফিরে দিতে চাই। সময় যতই লাগুক আমরা রাত ভর শিশুটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাবো।

স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে জমি থেকে মাটি নিয়ে আসা একটি ট্রলি জমিতে আটকে যায়। রাকিব, তার স্ত্রী রুনা খাতুনসহ তাদের দুই বছরের ছেলেকে নিয়ে সেই ট্রলিটি দেখতে যান। পরে শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল।

এরই মধ্যে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে মধ্যে পড়ে যায় সে। কিন্তু তার মা-বাবা গর্তের মধ্য থেকে শিশুটিকে তুলতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে উদ্ধারকর্মীরা এসে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছে।

শিশুটির মা রুনা খাতুন বলেন, ‘মাটিতে আটকে যাওয়া ট্রলি দেখতে এসে আমার বাচ্চাটি কোল থেকে নেমে যায়। এ অবস্থায় কোথাও যেন কান্নার শব্দ শোনা যায়। আমি তাকে খুঁজছি, কিন্তু দেখতে পাচ্ছি না।

 

এ সম্পর্কিত আরও পড়ুন