আ.লীগ কর্মীর ছুরিকাঘাতে শ্রমিক ফেডারেশনের কর্মী নিহত
রাজশাহী নগরীর আলিগঞ্জে সুদের ব্যবসার প্রতিবাদ করাকে কেন্দ্র করে শান্ত (৩০) নামের এক শ্রমিক ফেডারেশনের কর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নগরীর এরামের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত আলিগঞ্জের আব্দুস সাত্তারের ছেলে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্থানীয় আওয়ামী লীগ কর্মী নয়নের সুদ ব্যবসার বিরুদ্ধে কথা বলেছিলেন শান্ত। এ নিয়ে দীর্ঘদিন ধরে বাগবিতণ্ডা চলে আসছিল।
বুধবার বিকেলে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আওয়ামী লীগ কর্মী নয়ন, তার বড় ভাই রিপন ও সহযোগী রুবেলসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে শান্তকে এলোপাথাড়ি কোপায়।
গুরুতর অবস্থায় স্থানীয়রা শান্তকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম অভিযোগ করে বলেন, নয়ন দীর্ঘদিন ধরে সুদের কারবার করে বহু পরিবারকে নিঃস্ব করেছে। তার বিরুদ্ধে কথা বলায় শান্তকে খুন করা হয়েছে।
তিনি দাবি করেন, নয়নের ভাই রিপনের বিরুদ্ধে অতীতেও ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগ ছিল, কিন্তু এখনো তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে ঘুরে বেড়াচ্ছে।
এমএ//