আর্কাইভ থেকে আফ্রিকা

আলজেরিয়ায় দাবানলে ৬৯ জনের মৃত্যু, তিনদিনের রাষ্ট্রীয় শোক

আলজেরিয়ার উত্তরাঞ্চলীয় বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ২৮ সেনাসহ মারা গেছে অন্তত ৬৯ জন। এ ঘটনায় রাজ বৃহস্পতিবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাদজিদ তেবাউন।

আলজেরিয়ার রাষ্ট্র-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা এপিএস জানিয়েছে, ভয়াবহ দাবানলে পুড়ছে দেশটির ১৭টি প্রদেশ। দাবানল থেকে সাধারণ মানুষদের উদ্ধার করতে গিয়ে মারা যায় অন্তত ২৮ জন সেনাসদস্য। দাবানল নেভানোর সময় আহত হয়েছে আরও অনেক সেনা।

প্রচণ্ড গরমের কারণে আলজেরিয়ার ১৭টি প্রদেশে ১০০টির বেশি দাবানল জ্বলছে। এর অর্ধেকই উদ্দেশ্যমূলকভাবে লাগানো হয়েছে বলে ধারণা করছে আলজেরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরইমধ্যে বেজাইয়া ও তিজি ওউজৌ এলাকা থেকে একশ'র বেশি মানুষকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার ও বুধবার দেশটির কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৪৬ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত বেড়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন