আর্কাইভ থেকে দেশজুড়ে

সড়ক অবরোধ স্থগিত,ঢাকা-কুয়াকাটা সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ডাকা সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে। প্রায় ১১ ঘন্টা পর ঢাকা-কুয়াকাটা সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার বিকেল ৫ টার দিকে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে এ আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা ।

মঙ্গলবার রাত দেড়টার দিকে বরিশাল নগরীর রুপাতলী হাউজিং এলাকার ২৩নং রোডের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি মেসে গিয়ে হামলা চালায় রুপাতলীর স্ট্যান্ডের পরিবহন শ্রমিকরা। এতে আহত হন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১১ জন শিক্ষার্থী। এঘটনায় বুধবার সকাল ৭ টা থেকে ঢাকা-কুয়াকাটা  সড়কে অবরোধের ডাক দেয় সাধারণ শিক্ষার্থীরা। পড়ে বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা-কুয়াকাটা সড়কে অবরোধ চলাকালে আটকে পড়া কুয়াকাটা এক্সপ্রেস নামে একটি বাসে আগুন দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশ এঘটনায় জড়িত স্টাফ রফিককে আটক করলে সড়ক অবরোধ তুলে নেন তারা।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে রুপাতলি বাস স্টেশনে খুলনাগামী বিআরটিসি বাসের  টিকিট কেনা নিয়ে বাস স্টাফদের সাথে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায় এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও অপর শিক্ষার্থীকে লাঞ্ছিত করে স্টাফরা।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন