আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ক্যাম্পের রোহিঙ্গাদের টিকা দেওয়ার পরিকল্পনা নেই: মিয়ানমার

মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্যাম্পে থাকা রোহিঙ্গা মুসলমানদের কোভিড-১৯ টিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই দেশটির সরকারের। এ তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক সরকারের নিয়োগপ্রাপ্ত রাখাইনের প্রশাসনিক কর্মকর্তা।

বার্তা সংস্থা রয়টার্সকে রাখাইনের সিতওয়ে শহরের প্রশাসক কাইয়ো লুইন বলেন, প্রাথমিকভাবে ১০ হাজার ডোজ টিকা দেওয়া হচ্ছে। টিকা পাচ্ছে বৃদ্ধ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সরকারি কর্মচারি-কর্মকর্তা এবং বৌদ্ধ পুরোহিতরা। পরে টিকা দেওয়ার পরিধি বাড়িয়ে জনসাধারণকেও অন্তর্ভুক্ত করা হবে।

তবে সরকারের পরবর্তী পরিকল্পনায় রোহিঙ্গা মুসলমানদের নাম নেই বলে জানান কাইয়ো লুইন। এমন বৈষম্যের কারণ সম্পর্কে প্রশ্ন করা হলে কাইয়ো লুইন জানান, শুধু সরকারের নির্দেশ পালন করছে তারা। এর বাইরে কোনো বিষয় তাদের জানা নেই।

রয়টার্স জানায়, ২০১৭ সালে সামরিক অভিযান শুরুর পর বাংলাদেশে পালিয়ে আসে বেশিরভাগ রোহিঙ্গা। দেশ ত্যাগ করতে পারেনি এমন অল্পসংখ্যক রোহিঙ্গা সেখানকার ক্যাম্পে মানবেতর জীবনযাপন করছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন