৯০ দিনের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান
আগামী ৩০ দিনের মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলকে আলাদা করতে পারে তালেবান। আর তা ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে। মার্কিন গোয়েন্দাদের উদ্বৃতি দিয়ে এমন কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেন, যেভাবে তালেবান একের পর এক শহর দখল করছে তাতে কাবুল কতদিন টিকে থাকতে পারবে তা নিয়ে নতুন করে পর্যালোচনা হয়েছে। তবে আফগান নিরাপত্তা বাহিনী কঠোরভাবে প্রতিহত করতে পারলে এর উল্টোটা হতে পারে বলে জানান তিনি।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বলেন, ইতোমধ্যে আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান।
এদিকে, বুধবার উত্তরাঞ্চলের বাদাখসান প্রদেশের রাজধানী ফাইজাবাদ দখলে নিয়েছে তালেবান। এ নিয়ে ৩৪টির মধ্যে ৯টি প্রাদেশিক রাজধানীর দখল নিল তারা।
এসএন