দেশজুড়ে

বসতভিটা দখলের চেষ্টায় প্রয়াত সাংবাদিকের পরিবারের ওপর হামলা

কক্সবাজারের চকরিয়ায় প্রয়াত সাংবাদিক এবিএম ছিদ্দিক আহমদের পরিবারের ওপর সশস্ত্র হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, বসতভিটা দখলের উদ্দেশ্যে স্থানীয় একদল ভূমিদস্যু চক্র দফায় দফায় হামলা চালিয়েছে। এতে সাংবাদিকের দুই কন্যা আহত হয়েছেন, যাদের একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে ও দুপুরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বৃন্দাবনখিল গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা বাড়িতে জোরপূর্বক ঢুকে ফলের গাছ কেটে নেয়। বাধা দিলে পরিবারের নারী সদস্যদের ওপর হামলা চালানো হয়।

আহত দুই বোনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি পরিকল্পিতভাবে জমি দখলের চেষ্টার অংশ।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন