আর্কাইভ থেকে জাতীয়

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আরও ২৪২ রোগী ভর্তি হাসপাতালে

সারা দেশে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ২২১ জন ভর্তি হন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ২১ জন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে মোট ৮৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮২৪ জন ও ঢাকার বাইরে ৭২ জন ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে মোট ১৯৪ জন রোগী ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১৭ জন, রাজশাহী বিভাগে একজন , ময়মনসিংহ বিভাগে দুইজন ও চট্টগ্রাম বিভাগে একজন ভর্তি হন।

তবে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা গেছেন বলে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন