দেশজুড়ে

যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুভর্তি বাল্কহেড ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায়  কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ফতুল্লার লঞ্চঘাটের কাছে এ ঘটনা ঘটে। 

ফতুল্লার পাগলা নৌ পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর হোসেন জানান, রোববার সকালে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ নামের একটি লঞ্চের সামনে পড়ে জান্নাতী নামে বালুবোঝাই একটি বাল্কহেড। এ সময় লঞ্চটি বাল্কহেডের পেছনের অংশে ধাক্কা দিলে লঞ্চটি বাল্কহেডের ওপর উঠে যায়। পরে লঞ্চটি পেছনের দিকে চালিয়ে সরিয়ে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরই বাল্কহেডটি ডুবে যায়।

তিনি বলেন, বাল্কহেডে থাকা চালকসহ পাঁচজন শ্রমিক নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। এ ঘটনায় লঞ্চটিকে জব্দ করা হয়েছে। তবে ডুবে যাওয়ায় বাল্কহেডটিকে এখনো উদ্ধার করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

এআর// 

এ সম্পর্কিত আরও পড়ুন