আবহাওয়া

রাতের নিস্তব্ধতায় বাড়বে সারা দেশে শীতের স্পর্শ

ছবি: সংগৃহীত

শীতের কাঁপুনি ধীরে ধীরে ভোরের কুয়াশার সঙ্গে মিশে আসছে। নরম হাওয়ায় ঠোঁটের কিনারে যেন হালকা শিহরণ চলে যাচ্ছে, আর আকাশের আংশিক মেঘ যেন দিন শুরুতেই মনে করিয়ে দিচ্ছে শীতের আগমন।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় শীত আরও বাড়তে পারে। রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য প্রকাশিত এই পূর্বাভাসে বলা হয়েছে, দেশের কোথাও কোথাও ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে।

সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

শীতের এই ছোঁয়া মনে করিয়ে দিচ্ছে, ঠাণ্ডা সকাল এবং কুয়াশা—প্রকৃতির নরম স্পর্শে দিনের শুরুটা যেন আরও ধীর ও শান্ত হয়ে ওঠে। বিশেষ করে ভোরের দিকে হালকা কুয়াশার মাঝেই শহর ও গ্রাম যেন এক রহস্যময় লুকানো গল্পের মতো ঘুম থেকে জেগে ওঠে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন