আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ে ৩০ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে টানা শীতকালীন তুষারঝড়ের তাণ্ডবে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানি হয়েছে। ভারী তুষারপাত, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এবং হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে যাওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, দেশটির লাখো মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিন কাটাচ্ছেন। উত্তর-পূর্বাঞ্চলে ব্যাপক তুষারপাত এবং দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বরফ জমে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা প্রায় স্থবির হয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, আর্কানসাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ২,১০০ কিলোমিটার বিস্তৃত অঞ্চলে কোথাও কোথাও ৩০ সেন্টিমিটার বা তার বেশি তুষার জমেছে। এর ফলে সোমবার বহু সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, হাজার হাজার ফ্লাইট বাতিল হয় এবং বিভিন্ন রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, পিটসবার্গের উত্তরের কিছু এলাকায় তুষারের স্তর ৫০ সেন্টিমিটার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত সেখানে বাতাসের তাপমাত্রা অনুভূত হয়েছে মাইনাস ২৫ ডিগ্রি ফারেনহাইট (প্রায় মাইনাস ৩১ ডিগ্রি সেলসিয়াস) পর্যন্ত।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় যে হাড়কাঁপানো ঠান্ডা বিরাজ করছে, তা এখনই কমার কোনো সম্ভাবনা নেই। বরফে ঢাকা এলাকাগুলোতে আরও আর্কটিক শীত ঢুকে পড়তে পারে, ফলে হিমাঙ্কের নিচে তাপমাত্রা আরও কয়েক দিন স্থায়ী হবে।

এদিকে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আরও একটি শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন