শহরের পর শহর তালেবানের দখলে, দূতাবাস খালি করবে যুক্তরাষ্ট্র-ব্রিটেন
আফগানিস্তানে শহরের পর শহরের দখল নিচ্ছে তালেবান। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দেশটির সবচেয়ে বড় দুটি শহরের দখল নেওয়ার ঘটনায় দূতাবাস কর্মীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। দূতাবাস কর্মীদের সরিয়ে নিতে কয়েক হাজার সেনা পাঠাবে দেশ দুটি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গেল মে মাস থেকে ব্যাপক আক্রমণ শুরুর করার পর সর্বশেষ আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর কান্দাহার ও হেরাত দখল নিয়েছে তালেবান। তাদের এ পদক্ষেপকে বড় দুটি সামরিক বিজয় হিসেবে ধরা হচ্ছে।
রাজধানী কাবুলের কাছে একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর দখলসহ আফগানিস্তানজুড়ে তালেবানের নিয়ন্ত্রণের অগ্রগতির কারণে দেশটিতে থাকা মার্কিনিদের দ্রুত স্থানত্যাগের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গতকাল বৃহস্পতিবার কাবুলে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আফগানিস্তানে বসবাসরত মার্কিনিদের উদ্দেশে বলা হয়েছে, যেভাবে সম্ভব দ্রুত আফগানিস্তান ছাড়ুন।
আর্থিক সংকট বা অন্য যেকোনো কারণে কেউ দ্রুত আফগানিস্তান ছাড়তে অসুবিধায় পড়লে তাদের সাহায্য করার আশ্বাস দিয়েছে মার্কিন দূতাবাস। তবে বলা হয়েছে, নিরাপত্তা অবস্থা এবং লোকবলের কমতি থাকায় কাবুলসহ আফগানিস্তানে খুব কম সংখ্যক মার্কিনিকে সহায়তা করতে পারবে দূতাবাস।
এসএন