বিগ ব্রাদারের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল পামেলার
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’। সালমান খানের উপস্থাপনায় এই অনুষ্ঠান ভারতের সবচেয়ে বেশিবার দেখা রিয়েলিটি শো। এই শো’র বিভিন্ন সিজনে বলিউডের পাশাপাশি অংশ নিয়েছেন হলিউডের তারকারাও।
‘বিগ বস’ মূলত ডাচ-ব্রিটিশ রিয়েলিটি শো ‘বিগ ব্রাদার’-এর ওপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। এর প্রথম সিজনের প্রথম পর্ব প্রচার হয়েছিল ২০০৬ সালে।
বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিরা তাদের বিলাসবহুল জীবনকে বাদ দিয়ে প্রতিযোগিতার নিয়ম অনুসারে তালাবদ্ধ হয়ে মাস কাটান। এই শোয়ে অংশগ্রহণকারীরা বড় অংকের অর্থ পারিশ্রমিক হিসেবে পেয়ে থাকেন।
‘বিগ বস’-এ অংশ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উপার্জন করেছিলেন হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। এই শোতে এসে মাত্র তিন দিনের জন্য তিনি নিয়েছিলেন ২ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম অনুযায়ী, ‘বিগ বস’-এ অংশ নিয়ে মোটা অংকের অর্থ নেয়ার তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটার শ্রীশান্তও। সিজন ১২-তে অংশ নিয়ে তিনি প্রতি সপ্তাহের জন্য নিয়েছিলেন ৫০ লাখ রুপি।
এখন থেকে টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে ‘বিগ বস’। শোটির ওটিটি সংস্করণের উপস্থাপনায় থাকছেন জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক করণ জোহর।
এএ