আর্কাইভ থেকে ফুটবল

ইউরোপিয়ান ফুটবলের দামামা বাজবে আজ

আজ থেকে পূর্ণতা পাচ্ছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ। একই দিনে শুরু হচ্ছে ইংলিশ, স্প্যানিশ ও জার্মান লিগের নতুন মৌসুম।
 
ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম দিনেই মাঠে নামছে ঐতিহ্যবাহী আর্সেনাল। প্রোমোটেড ব্রেন্ট ফোর্ডের আতিথ্য নেবে গানাররা। রং হারানো মেসিবিহীন লা লিগার প্রথম দিনে ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ গেতাফে। দুটি ম্যাচই শুরু হবে রাত ১ টায়। তার আধ ঘন্টা আগে শুরু হবে বুন্দেসলিগা। যেখানে সফলতম দল বায়ার্ন মিউনিখকে আতিথ্য দেবে বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখ।

রোনালদো খেলতেন, খেলতেন মেসি। সময়ের দুই সেরা ফুটবলারকে নিয়ে বিশ্বের অন্যতম সেরা দুই ক্লাবের গল্পটা রঙিন ছিলো। জৌলুস ছিলো স্প্যানিশ লিগে। কিন্তু এখন সবই অতীত। তিন মৌসুম আগে রিয়াল মাদ্রিদ ছেড়েছেন রোনালদো। আর এবার অপ্রত্যাশিত ভাবে বার্সেলোনা থেকে মেসির প্রস্থান। ১৭ বছর পর লিটল ম্যাজিশিয়ানকে ছাড়া শুরু হতে চলেছে লা লিগা। অনেকটাই বিবর্ণ দেখাবে চিরপ্রতিদ্বন্দিতার এল ক্ল্যাসিকো। 

লস ব্লাঙ্কোদের বিদায় বলেছেন আরেক ক্লাব লেজেন্ড সার্জিও রামোসও। দুজনে মিলে খেলেছেন ১৪৪৯ ম্যাচ। জিতেছেন ১৫ লিগ শিরোপা, আট চ্যাম্পিয়ন্স লিগ। তাদের বিদায়ে বিশ্বজুড়ে আগ্রহ কমে যাবে ধূসর লা লিগাকে ঘিরে। স্প্যানিশ লিগের তারকা বলতে লুকা মদ্রিচ, কারিম বেনজেমা, লুইস সুয়ারেজ, আঁতোয়া গ্রিয়েজম্যান, সার্জিয়ো আগুয়েরো, হেডেন হ্যাজার্ড। তবে উপমহাদেশের ক্লাব সমর্থকের জন্য থাকছে সুখবর। এমটিভিতে দেখা যাবে স্প্যানিশ লিগ। 

তারকাদের বিদায়ের প্রভাব পড়েছে লিগে। গেলো মৌসুমে বার্সা-রিয়ালকে পেছনে ফেলে ১১তম শিরোপা জিতেছে আতলেতিকো মাদ্রিদ। এরপরও ৩৪ শিরোপা জয়ী লস ব্লাঙ্কোরা এবারো ফেভারিট। শিরোপার দৌড়ে থাকবে ২৬ লিগ জয়ী ব্লাগরানাও।

যথারীতি উত্তেজনার পারদে ঠাসা এবারের ইংলিশ প্রিমিয়ার লিগও। করোনার বাধা কাটিয়ে ১৭ মাস পর স্টেডিয়াম ভর্তি দর্শক ফিরছে। পছন্দের ফুটবলারকে বেছে নিতে অর্থের ছড়াছড়ি জায়ান্ট ক্লাব গুলোতে। ১০০ মিলিয়ন পাউন্ডে জ্যাক গ্রিলিশকে দলে কিনে লিগের সবচেয়ে বড় সাইনিং লিগ সেরা ম্যানচেস্টার সিটির। 

হ্যারি কেইনকেও দলে ভেড়াতে রেকর্ড অর্থ ব্যায়ে প্রস্তুত সিটিজেনরা। এছাড়া রাফায়েল ভারানে, লুমোলু লুকাকু, পল পগবা, জেডন স্যাঞ্চোরা বাড়াবেন লিগের অলঙ্কার। ফিরছেন রাফায়েল বেনিতেজ, জোসে মরিনিয়ো, প্যাট্রিক বিয়েরাদের মত ট্যাকটিশিয়ানরা।

শেষ চার লিগে তিন শিরোপা ঘরে তুলে যথারীতি এবারো ফেভারিটদের তালিকায় ম্যানচেস্টার সিটি। তবে শক্তিশালী দল গড়ে লিগ ইতিহাসের সফলতম দল নগরপ্রতিদ্বন্দী ম্যান ইউও পিছিয়ে থাকবেনা। লিগ পুনরূদ্ধার করতে চাইবে লিভারপুলও। এছাড়াও চেলসি, টটেনহ্যাম, আর্সেনাল, এভারটনের মত দলকেও খাটো করে দেখার উপায় নেই বিশ্বের সবচেয়ে প্রতিদ্বন্দিতার লিগে।

টানা ৯ শিরোপা জিতে জার্মান লিগ অনেকটাই নিজেদের করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। অনেকটা একপেশে বুন্দেস লিগায় এবারো হট ফেভারিট বাভারিয়ানরা। ৩০ বার চ্যাম্পিয়ন হয়ে লিগ ইতিহাসের সফলতম দলও বায়ার্ন। যথারীতি স্পট লাইটে পোলিশ স্ট্রইকার রবার্ট লেভান্ডোভস্কি। নতুন কোচ জুলিয়ান নাগলসম্যান হ্যান্সিফ্লিকের যোগ্য উত্তরসুরী হবেন কিনা দেখার বিষয়। আরেক ফেভারিট বরুশিয়া ডর্টমুন্ডের দায়িত্বেও এসেছে পরিবর্তন। নতুন কোচ মার্কোর রোজের অধীনে বায়ার্ন আধিপত্য খর্বের প্রয়াস থাকবে দ্যা বি দের। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন