আর্কাইভ থেকে ইউরোপ

ভবিষ্যতে স্পেনের আবহাওয়া ইরাকের মত হবে

যুক্তরাষ্ট্র, ইতালি, তুরস্ক ও গ্রীসের পর এবার তীব্র দাবদাহে পুড়ছে স্পেন। শুক্রবার দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। দেশটির আবহাওয়াবিদদের শঙ্কা, নিকট ভবিষ্যতে ইরাকের মত হবে স্পেনের আবহাওয়া।

স্প্যানিশ গণমাধ্যম ইএল পাইস জানায়, স্পেনের অন্তত ৪০টির বেশি প্রদেশে দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা বলছে, কয়েকটি প্রদেশের তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিতে আন্দালুসিয়া ও কাতালুনিয়া।

কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনায় দেড়শ’র বেশি স্থানকে ক্লাইমেট সেল্টার ঘোষণা করা হয়েছে। এসব স্থানে কৃত্রিমভাবে ঠাণ্ডা উপভোগের ব্যবস্থা করা হয়েছে। ঠান্ডা পানি সরবরাহ করছে জাদুঘর, লাইব্রেরি ও স্কুলগুলো। জনগণকে হিট স্ট্রোকের বিষয়ে সতর্ক করছে কর্তৃপক্ষ। দাবানল ছড়ানোর শঙ্কায় বনভূমি এলাকায় যেকোনো ধরণের কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

তবে দেশটিতে এই দাবদাহই শেষ নয়। বছরের বাকি সময়ে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে স্পেনের আবহাওয়া বিষয়ক সংস্থা।

পার্শ্ববর্তী দেশ পর্তুগালেও তাপমাত্রা বাড়ছে। এরই মধ্যে স্পেন সীমান্তবর্তী এলাকাগুলোতেও তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন