আর্কাইভ থেকে করোনা ভাইরাস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্কুল খোলার আগেই করোনায় দুই শিক্ষকের মৃত্যু

আগামী ১৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ব্রোয়ার্ড কাউন্টিতে স্কুল খোলার পরিকল্পনা রয়েছে স্থানীয় প্রশাসনের। তবে এর মধ্যেই সেখানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে দুইজন শিক্ষক। এছাড়াও শিক্ষা খাতের আরো দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি স্কুল সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ষষ্ঠ সর্বোচ্চ। সেখানে দুই লাখ ৭২ হাজার শিক্ষার্থী পড়াশুনা করছে।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনার ডেলটা ভ্যারিয়্যান্টের প্রকোপ শুরু হওয়ায় স্কুল চালু এবং সেখানে স্বাস্থ্যবিধি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।

ব্রোয়ার্ড টিচারস ইউনিয়নের প্রেসিডেন্ট আনা ফুসকো জানান, করোনায় শিক্ষকসহ শিক্ষা খাতের চারজন মারা গেছে। শুক্রবার ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, এদের মধ্যে দুইজন শিক্ষক, তৃতীয় জন টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং চতুর্থ ব্যক্তি একজন গ্র্যাজুয়েট। চারজনই করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

ব্রোয়ার্ড টিচারস ইউনিয়ন জানায়, গেল মঙ্গল ও বুধবার মারা যাওয়া ওই চারজনের তিন জনই করোনা টিকা নেয়নি। তবে, সম্প্রতি তাদের কেউ কর্মস্থলে বা শিক্ষাপ্রতিষ্ঠানে যায়নি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন