আর্কাইভ থেকে অপরাধ

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে মান্দা উপজেলার ভোলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার মদনপুর গ্রামের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে মো. শাহাবুদ্দিন (৪২), নারায়নগঞ্জ জেলার বন্দর উপজেলার কুড়িপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মো. সিরাজ মিয়া (৫০), পটুয়াখালী জেলা সদরের ভাদুয়া গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে মো. ইউসুফ হাওলাদার (৪৫), পাবনা জেলার আমিনপুর উপজেলার আমিনপুর গ্রামের মৃত গফুর শেখের ছেলে মো. সেলিম শেখ (৪৮)।

মান্দা থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, রাত্রিকালীন ডিউটি করার সময় নওগাঁ থেকে সতীহাটের দিকে আসার সময় ভোলাবাজারে নম্বর প্লেটবিহীন একটি ট্রাক দেখতে পেলে তাদের সন্দেহ হয়। পরে জিজ্ঞসাবাদের একপর্যায়ে তাদের সাথে থাকা আরও ২-৩ জন দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে দুটি হাসুয়া, দুটি লোহার রড, একটি চাকু, একটি লোহার পাইপ, একটি কাটার, একটি নাম্বারপ্লেট, রশি ও একটি রেঞ্চ জব্দ করা হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, তাদের সাথে থাকা ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন