আর্কাইভ থেকে জাতীয়

একদিনে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ২৫৭ জন

সারাদেশে করোনার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একদিনে দেশের বিভিন্ন হাসপাতালে ২৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২১৯ জন ও ঢাকার বাইরের জেলায় ৩৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এখন পর্যন্ত সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত মোট পাঁচ হাজার ৯০২ জন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন। এরমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪ হাজার ৮৩৮ জন রোগী।

তবে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর তথ্য এখনও নিশ্চিত করেননি আইইডিসিআর পর্যালোচনা কমিটি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন