আর্কাইভ থেকে দেশজুড়ে

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস পালিত

পঞ্চগড়ে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

সংসদ সদস্য মো.মজাহারুল হক প্রধান,জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম.পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্্রার্ট,বিভিন্ন সরকারি দপ্তর,প্রতিষ্ঠান,বাংলাদেশ আওয়ামী লীগ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড,শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও কালো ব্যাচ ধারণ, চিত্রাংকন প্রতিযোগীতা,সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন,ভার্চুয়াল আলোচনা সভা, অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকলের রুহের মাগফেরাত কামনা করে জেলার সকল মসজিদে দোয়া মাহফিল ও মন্দির, গীর্জা, প্যাগোডায় বিশেষ প্রার্থনাসহ বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

এদিকে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন