আর্কাইভ থেকে এশিয়া

ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিমতীরে ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিতে নিহত হয়েছে অন্তত চারজন ফিলিস্তিনি। আজ সোমবার পশ্চিমতীরের জেনিন শহরে সন্দেহভাজন এক ফিলিস্তিনিকে ধরতে ছদ্মবেশে অভিযান চালায় ইসরায়েলের বিশেষ বাহিনীর সদস্যরা।

দ্য ভয়েজ অব প্যালেস্টাইন রেডিও জানিয়েছে, ছদ্মবেশী ইসরায়েলি বিশেষ বাহিনীর সদস্যদের অভিযানের প্রতিবাদ জানায় ফিলিস্তিনিরা। এ সময় তাদের ওপর নির্বিচারে গুলি চালাতে শুরু করে দখলদারদের গোয়েন্দারা।

ইসরায়েলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহতের খবর নিশ্চিত করেছেন জেনিনের গভর্নর। তবে, এতে ইসরায়েলি বাহিনীর কোনো ক্ষতিই হয়নি।

১৯৬৭ সালে ছয় দিনের আরব যুদ্ধের পর গাজা, পশ্চিমতীরসহ ফিলিস্তিনের বিস্তীর্ণ অঞ্চল দখলে নিতে থাকে ইহুদিবাদী দেশটি। ১৯৯০ সাল থেকে পশ্চিমতীরে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হয়। তারপরও সেখানে বর্বরতা বন্ধ করেনি তেলআবিব প্রশাসন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন