আর্কাইভ থেকে বাংলাদেশ

আফগান্স্তিানের নাম হতে পারে ‘ইসলামিক এমিরেট অব আফগান্স্তিান’

রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর আফগানিস্তানে শিগগিরই নতুন সরকার গঠন করতে যাচ্ছে তালেবানরা। দেশটির নতুন নাম হতে পারে ‘ইসলামিক এমিরেট অব আফগানিস্তান’। ভবিষ্যতে দেশটির নেতৃত্ব কার হাতে তুলে দেওয়া হবে এ নিয়ে কাতারে বৈঠকে করবেন তালেবান নেতারা।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশত্যাগের পর রাষ্ট্রপতির ভবন দখল করেছে তালেবানরা। কাবুলের রাস্তায় প্রতিটি পয়েন্টে জোরদার করা হয়েছে তালেবানদের টহল। কাবুল ছেড়ে চলে যাচ্ছে হাজার হাজার দেশী-বিদেশী মানুষ। কাবুল ছাড়ছে যুক্তরাষ্ট্র ও সহযোগী দেশগুলোর নাগরিকরাও।

এদিকে তালেবানের ক্ষমতা দখল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা। এ অবস্থায় চীন ও রাশিয়া জানিয়েছে, তাদের দূতাবাস বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। নিজ দেশের নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকতে বলেছে দেশ দুটির সরকার।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সেদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, তাদের আফগানিস্তান ছাড়ার কোনও পরিকল্পনা নেই।

অন্যদিকে রোববার এক সাক্ষাতকারে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আফগানিস্তানের সরকার হিসেবে তালেবানকে স্বীকৃতি দেয়া উচিত নয়।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা এখন পশ্চিমা দেশগুলির কূটনীতিক ও নাগরিকরা যাতে নিরাপদে নিজেদের দেশে পৌঁছে যেতে পারে সেই সহযোগিতা করছে।

কাতার জানিয়েছে, আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হওয়ায় খুশি কাতার সরকার ।

এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে আশ্রয় দেয়নি তাজিকিস্তান সরকার। আন্তর্জাতিক গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, উড়োজাহাজ ঘুরিয়ে ওমানের পথে রওনা দিয়েছেন তিনি।

অন্যদিকে জাতিসংঘের পক্ষ থেকে সবাইকে সংযম বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন