ইশরাকের গাড়িবহর দেখেই ফেরি বন্ধ, লঞ্চে নদী পার
বরিশালে সিটি নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপি পুর্বঘোষিত মহাসমাবেশে ঢাকা থেকে অংশ নিতে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে রওযানা হন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গাড়িবহর মাওয়া ফেরিঘাটে পৌঁছালে ফেরি কর্তৃপক্ষ তাদের অফিস বন্ধ করে চলে যায়। পরে নেতাকর্মীদের নিয়ে লঞ্চে করে পদ্মা পাড়ি দেন ইশরাক।
পরে কাঁঠালবাড়ি ঘাটে ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, বরিশাল বিভাগীয় সমাবেশে অংশ নেওয়ার জন্য আমরা ঢাকা রওয়ানা দিয়েছি, কিন্তু মাওয়া ঘাটের কর্তপক্ষ নির্লজ্জভাবে আমাদের গাড়ি বহর আটকে দেয়। আমাদের গাড়ি বহরে যাতে না যেতে পারে এজন্য ফেরি কর্তৃপক্ষ অফিস বন্ধ করে চলে যায়। যাই হোক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসেবে কাজ করছি। আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো।
আরও পড়ুন: খালেদা জিয়া ও গয়েশ্বরের বিরুদ্ধে গ্রেপ্তার প্রত্যাহারের দাবি বিএনপির
এর আগে সকাল ৭টায় রাজধানীর গোপীবাগ থেকে নেতাকর্মীদের নিয়ে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন ইশরাক হোসেন। তার সঙ্গে গাড়িবহরে বিপুল সংখ্যক নেতাকর্মী ছিল।
শেখ সোহান