গাইবান্ধায় ৩ মোটর সাইকেল আরোহীর মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা লেগে তিনজন মোটর সাইকেলের আরোহীর নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে গোবিন্দগঞ্জের পানিতলা এলাকায় বানেশ্বর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে ১ জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন মারা যান।
গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ নামে একজনকে এখানে আনা হয়। এরপর তিনি মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে বলেও জানান তিনি।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান, বগুড়া নেয়ার পথে একজন, ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
রাইদুল শুভ