আর্কাইভ থেকে হলিউড

যৌন নিপীড়নের অভিযোগে বব ডিলানের বিরুদ্ধে মামলা

কিংবদন্তি মার্কিন সঙ্গীতশিল্পী ও গীতিকার বব ডিলান। জনপ্রিয় এই শিল্পীর বিরুদ্ধে উঠেছে যৌন নিপীড়নের অভিযোগ। বব ডিলানের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন এক নারী। 

গত ১৩ আগস্ট যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কের এক আদালতে ওই নারী মামলা করেছেন। 

মামলায় বলা হয়েছে, ১৯৬৫ সালে ওই নারীকে যৌন নিপীড়ন করেছেন মার্কিন রক ও ফোক লিজেন্ড বব ডিলান। ৫৬ বছর আগে মাত্র ১২ বছর বয়সে ওই নারী নিপীড়নের শিকার হয়েছিলেন।
 
অভিযোগে আরও বলা হয়েছে, বব ডিলান ১৯৬৫ সালের এপ্রিল থেকে মে মাসে প্রায় ছয় সপ্তাহ ধরে অভিযোগকারীর ওপর নিপীড়ন চালান।

ওই নারী দাবি করেছেন, নিউইয়র্কের বিখ্যাত চেলসিয়া হোটেলে তিনি নিপীড়নের শিকার হয়েছিলেন। হোটেলের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়েছিল।

বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বব ডিলানের মুখপাত্র। এক বিবৃতিতে তিনি বলেন, ‘৫৬ বছর আগের এ দাবি মিথ্যা এবং এর উপযুক্ত জবাব দেয়া হবে।’

বব ডিলানকে বলা হয়ে থাকে সর্বকালের সেরা কণ্ঠশিল্পী ও গীতিকার। ৮০ বছর বয়সী এই শিল্পীর অ্যালবাম এখন পর্যন্ত মোট ১২৫ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। তার লেখা গীতিকবিতার জন্য ২০১৬ সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন