বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ
টাঙ্গাইলের কালিহাতীতে আসিফ সরকার নামে এক যুবকে বিয়ের জন্য লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক কলেজছাত্রী।
উপজেলার সল্লা ইউনিয়নের জোকারচর টিকুরিয়া পাড়া গ্রামের ওই যুবককে পাঠানো লিগ্যাল নোটিশ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
আসিফ বর্তমানে ঢাকায় এপেক্স কোম্পানীতে কর্মরত। তিনি জোকারচর টিকুরিয়াপাড়ার (সরকার বাড়ি) জোয়াহের সরকারের ছেলে।
লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, ঢাকার মহম্মদপুরের এক কলেজছাত্রীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) পরিচয় হয় আসিফ সরকারের। এরপর পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে। পরে দুই পরিবারের মধ্যে আলোচনা হয় তাদের সম্পর্কের বিষয়ে। এ নিয়ে আসিফের বাবা জোয়াহের ওই কলেজছাত্রীকে তার ছেলের সাথে বিয়ে দিবেন বলে সিদ্ধান্ত নেন। এরই জের ধরে গত ১১ জুন আসিফ ওই কলেজ ছাত্রীকে ঢাকার শাহবাগ থানার টিএসসি চত্ত্বরে আসতে বলেন। পরবর্তীতে ওই কলেজ ছাত্রীকে সেখান থেকে একটি বাসায় নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন আসিফ।
এরপর ওই কলেজছাত্রী আসিফকে বিয়ের জন্য চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ কারণে বাধ্য হয়ে ওই কলেজছাত্রী ঢাকার জজ কোর্টের অ্যাডভোকেট নাসিদুস জামান ওরফে নিশানের মাধ্যমে গত ৩ আগস্ট আসিফ সরকারের কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠান।
এ বিষয়ে আসিফের সাথে যোগাযোগ করা সম্ভব না হলেও তার চাচাতো ভাই কাইয়ুম জানান, তার ভাই কোন অন্যায় করেনি। আর তারা এ বিষয়ে কোন উকিল নোটিশ পাননি।
আসিফের বাবা জোয়াহের সরকার জানান, তার ছেলে আসিফের সাথে ওই কলেজছাত্রীর শুধু ফেসবুকে যোগাযোগ হয়েছে। তাদের দুইজনের কোনদিন দেখা হয়নি। তাকে হেয় করার জন্য ওই কলেজছাত্রী ভিত্তিহীন অভিযোগ করেছে।
মুনিয়া