দেশজুড়ে

বিয়ের দাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে স্কুল ছাত্রীর সংবাদ সম্মেলন, আত্মহত্যার হুমকি

সিরাজগঞ্জে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল শেখের বিরুদ্ধে। এ ঘটনায়  সিরাজগঞ্জ সদর থানায় দায়েরকৃত অভিযোগ তদন্ত করছে পুলিশ। তবে ছাত্রদল নেতা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘটনার ন্যায়বিচার চান ভুক্তভোগী স্কুলছাত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার পরিবারও। এ ঘটনায় গত ৯ ডিসেম্বর রাতে স্কুলছাত্রীর বোন সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছেপ্রায় ১১ মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে জুয়েল শেখের সঙ্গে ওই স্কুলছাত্রীর যোগাযোগ গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় তাকে বিভিন্ন স্থানে নিয়ে শ্লীলতাহানি করেন বলে দাবি করা হয়।

স্কুলছাত্রী বিয়ের জন্য চাপ দিলে জুয়েল জানান, দলীয় পদ পাওয়ার পর বিয়ে করবেন। কিন্তু পদ পাওয়ার পর তিনি মেসেঞ্জারের ১১ মাসের কথোপকথন মুছে ফেলেন

স্কুলছাত্রীর দাবি, সম্প্রতি বিয়ের কথা বললে জুয়েল বিয়ে করতে অস্বীকৃতি জানান। বাধ্য হয়ে গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় তিনি জুয়েলের বাড়িতে গিয়ে বিষয়টি জানালে জুয়েলের পরিবার তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং পুনরায় ওই বাড়িতে গেলে জীবননাশেরহুমকি দেয়।

সংবাদ সম্মেলনে স্কুলছাত্রীর বড় বোন বলেন, আমার বোনের যে ক্ষতি হয়েছে তার সুবিচার চাই। অভিযোগ দেওয়ার পর নানা ধরনের হুমকি আসছে। আমাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। থানায় অভিযোগ দিলেও সেটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়নি। জুয়েল প্রভাব খাটিয়ে এজাহার নিতে দিচ্ছে না

স্কুলছাত্রী কান্নাজড়ানো কণ্ঠে বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে নানা জায়গায় নিয়ে গেছে, স্পর্শকাতর স্থানে হাত দিয়েছে। এখন সে বিয়ে করতে চাইছে না। তাকে বিয়ে ছাড়া আমার কোনো পথ নেই। না হলে আমাকে আত্মহত্যা করতে হবে

অভিযুক্ত ছাত্রদল নেতা জুয়েল শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন। দুই মাস আগে স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে বৈঠক হলেও কিছুই প্রমাণ হয়নি। উল্টো ওই ছাত্রী আমার ছবি ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়েছে। এ বিষয়ে আমি থানায় সাধারণ ডায়েরি করেছি

সিরাজগঞ্জ সদর থানার এসআই জুবাইদা খাতুন বলেন,অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রী ও জুয়েলের বাড়িতে গিয়েছি। দুপক্ষের কথা শুনেছি। বিষয়টি ওসি স্যারকে জানানো হবে, এরপর তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন