পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধানের ১৪ বছরের কারাদণ্ড
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সির (আইএসআই) প্রাক্তন প্রধান ফয়েজ হামিদকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে একটি সামরিক আদালত। রাজনীতিতে হস্তক্ষেপসহ চারটি অভিযোগ এনে তাঁকে এই সাজা দেয়া হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অধীনে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের শক্তিশালী গোয়েন্দা সংস্থা আইএসআই'র প্রধান ছিলেন। তাঁকে ইমরান খানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হতো।
আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, চারটি অভিযোগে বিচার শুরু করা হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে রয়েছে- রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া, নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থের জন্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘন করা, কর্তৃত্ব ও সম্পদের অপব্যবহার করা এবং ব্যক্তিদের অন্যায়ভাবে ক্ষতি করা।
এসএইচ//