ভূরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় অটোবাইক চালকের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ট্রাকের ধাক্কায় রাসেল মিয়া (১৬) নামে এক অটোবাইক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় জয়মনিরহাট কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোচালক ভুরুঙ্গামরী উপজেলার পাইকেরছড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১১ টার দিকে অটোবাইক নিয়ে উপজেলার জয়মনিরহাট বাজার থেকে দেওয়ানের খামার কবরস্থানের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোবাইককে ধাক্কা দেয়, এতে অটোবাইক উল্টে রাস্তায় পরে গেলে চালক রাসেল মিয়ার ঘটনাস্হলেই মৃত্যু হয়।
ভুরুঙ্গামারী থানার ওসি (তদন্ত) মো. জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুনিয়া