বিএনপির ৭৪ নেতাকর্মীর আগাম জামিন
জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ ও নাশকতার অভিযোগে দায়ের করা তিনটি মামলায় ৭৪ জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আগামী ২১ মার্চের মধ্যে তাদেরকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করার আদেশ দেওয়া হয়েছে।
আদালতে বিএনপি নেতাকর্মীদের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।
রাইদুল শুভ