আর্কাইভ থেকে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) এই ঘোষণা করা হয়।

দলে ফিরেছেন মুশফিকুর রহীম, লিটন দাস ও আমিনুল বিপ্লব। বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। বিশ্রামে থাকবেন তামিম ইকবাল। মাহমুদুল্লাহ রিয়াদের অধিনায়কত্বে,দলের বাকি সদস্যরা হলেন-সাকিব আল হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফুদ্দীন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম হোসেন।

আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড দল। পহেলা সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে, প্রথম ম্যাচে কিউইদের বিরুদ্ধে লড়বে টাইগাররা।

পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবকটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।

এ সম্পর্কিত আরও পড়ুন