সারা দেশেই সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে: ফখরুল
বরিশালে ইউএনও‘র বাসায় হামলা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সারা দেশেই সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি একথা বলেন।
ফখরুল আরো বলেন, গেল মঙ্গলবার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ১৮৭ রাউন্ড গুলি করেছে। এই ঘটনায় প্রমাণ করে এই সরকার ভীতসন্ত্রস্ত্র, তাদের পায়ের তলায় মাটি নেই। তারা একটা ধর্মীয় অনুষ্ঠান কবর জিয়ারতেও বাধা দেয়।
এসময় তিনি দাবি করেন আজও মাজারে প্রবেশের সময় তাদের ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।